তাজমহলের মাটির নিচে থাকা ২২টি কক্ষের কিছু ছবি প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সংরক্ষণ কাজের অংশ হিসেবে এই বছরের জানুয়ারিতে কক্ষগুলো খোলা হয়। ‘স্থায়ীভাবে বন্ধ রাখা’ এই কক্ষগুলোতে হিন্দু দেবতার মূর্তি ও অবকাঠামো থাকার দাবি করে সেগুলো খুলে দিতে এলাহাবাদ হাইকোর্টে আবেদনও করা হয়।
অযোধ্যা বিজেপির মুখপাত্র রাজনিশ সিংহ গত সপ্তাহে ওই আবেদন করেন। এতে ‘স্থায়ীভাবে বন্ধ করে’ রাখা কক্ষগুলো খোলার এবং হিন্দু দেবতার মূর্তির উপস্থিতির বিষয়ে জরিপ চালানোর অনুমতি চাওয়া হয়। তবে হাইকোর্টের লখনৌ বেঞ্চ তা নাকচ করে দেয়।
আবেদন নাকচ হওয়ার পর রাজনিশ সিং জানান তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবং তাজমহলের এই গোপন কক্ষের বিষয়টি সামনে আনবেন।
গত ১৩ মে এএসআই এর এক সিনিয়র কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, তাজমহলের মূল অবকাঠামোর নিচে থাকা কক্ষগুলো সবসময় বন্ধ থাকে না আর সেখানে কোনও মূর্তি নেই। ওই কর্মকর্তা জানান বিভিন্ন নথি এবং প্রতিবেদন পর্যালোচনা করে এখন পর্যন্ত সেখানো কোনও (হিন্দু) মূর্তির অবস্থানের কথা জানা যায়নি।
মাটির নিচের কক্ষগুলো খুলে দেওয়ার ছবি এই মাসের শুরুতে প্রকাশ করে এএসআই। সংস্থাটির আগ্রা সার্কেলের প্রধান আর্কিওলোজিস্ট রাজ কুমার প্যাটেল জানান, কর্তৃপক্ষের করা সংস্কার কাজের ছবি সবার দেখার জন্য এএসআই এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
ওই কর্মকর্তা জানান, এই কক্ষগুলোতে সংস্কারের কাজ করা হয় ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মার্চের মাসের মধ্যে। এতে প্রায় ছয় লাখ রুপি খরচ হয়েছে। বেশ কয়েকটি ছবি দিল্লিতে এএসআইয়ের প্রধান কার্যালয়ে পাঠানে হয়েছে। এসব ছবির কয়েকটি আবার সংস্থাটির মাসিক প্রকাশনায় প্রকাশ হয়েছে।