ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা ক্লাবে সিক্স রেড স্নুকার টুর্নামেন্টে চ্যাম্পিন তারেক, রানার্স আপ মুকুল
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
কুমিল্লা ক্লাব সিক্স রেড স্নুকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ তারেক ওবাইদুল্লাহ এবং রানার্স আপ হয়েছেন মোঃ ফয়সাল বারী মজুমদার মুকুল। টুর্নামেন্টে দুই সেমিফাইনালিস্ট হয়েছেন মাহাবুব আলম বাবু ও ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম। গত (১৬ মে) সোমবার রাতে ক্লাবের বিলিয়ার্ড কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিবুস সামাদ মহি। কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কৃতি বিলিয়ার্ড ও স্নুকার খেলোয়াড় মরহুম ইকবাল হোসেন শাহজাদা বিশেষ অবদান রাখায় উনাকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাবার পক্ষে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন মরহুম ইকবাল হোসেন শাহজাদার পুত্র কুমিল্লা ক্লাব সদস্য মেহেদী হোসেন শাকিল। এছাড়া টুর্নামেন্টে বিশেষ নৈপুণ্য প্রদর্শণ করায় ক্লাবের সিনিয়র সদস্য মোঃ আলী হায়দার খান কাবুলকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব সহ-সভাপতি মোঃ আলী মনসুর ফারুক ও সিনিয়র সদস্য কৃতি স্নুকার ও বিলিয়ার্ড খেলোয়াড় ডাঃ মোঃ লিয়াকত আলী খান। এ টুর্নামেন্টে স্পন্সর ছিলেন ক্লাব সদস্য মোঃ এনামুল করিম। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন মজমুদার, তপন সেনগুপ্ত, নাছিমুল হক, সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন, আরিফ অরুনাভ, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম। ক্লাব সদস্য আলী হায়দার খান কাবুল, এডভোকেট মোঃ আতিকুর রহমান আব্বাসী, ঠাকুর দাস সাহা, ইঞ্জিনিয়ার আবদুল বাতেন, মোঃ ওমর ফারুক শাহীন, সুলতান শাহরিয়ার, আলহাজ্ব মোঃ আবে হায়াত কাউছার খান, হোসাইন মাহমুদ কামরুল, মোঃ আতিকুল ইসলাম, সাংবাদিক গাজীউল হক সোহাগ, আশরাফুল আলম সোহেল, এডভোকেট মোঃ আবুল কাউছার ভূইয়া, রেজাউনুর রহমান রেজা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মাহাবুব আলম বাবু। দুইটি গ্রুপে নকআউট ভিত্তিতে ক্লাবের নিয়মিত ১৪জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ হলেন- ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন ডিকেন্স, মোঃ জহিরুল ইসলাম রিপন, ফয়সাল বারী মজুমদার মুকুল, মোঃ এনামুল করিম, আলী হায়দার খান কাবুল, হোসাইন মাহমুদ কামরুল, মোঃ তারেক ওবাইদুল্লাহ, মোঃ আতিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আবে হায়াত কাউছার খান, মাহাবুব আলম বাবু, জোবায়দুল হক জুয়েল, এডভোকেট মোঃ আতিকুর রহমান আব্বাসী, সাদাত হোসেন সানি।