ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান। মঙ্গলবার এমন তথ্য দিয়েছেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘নিউজিল্যান্ডে আমরা একটি ত্রিদেশীয় সিরিজ খেলবো। সম্ভবত ক্রাইস্টচার্চে টুর্নামেন্টটি হবে।’
মূলত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেই পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগে ভাগে সেখানে যাবে বাংলাদেশ। মাহমুদউল্লাহর দল অ্যাডিলেডে দশদিনের ক্যাম্প করবে। ক্যাম্প চলাকালে বিগব্যাশ দলের সঙ্গে খেলবে অনুশীলন ম্যাচ। তারপর ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।
এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা বিশ্বকাপের বেশ আগেই অস্ট্রেলিয়াতে চলে যাবো। অ্যাডিলেডে দশদিনের ক্যাম্পে অংশ নেবো। ওখানে বিগব্যাশের দল রেডব্যাকসের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলবো। এরপর আমরা নিউজিল্যান্ডে চলে যাবো। খুব সম্ভবত ক্রাইস্টচার্চে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।’