টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তামিমের
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
টেস্ট
ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম
ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম
টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পরই তিন অংক স্পর্শ করেন তামিম।
১৬২ বলে তামিম শতক পূরণ করেন। এই ইনিংসে কোনো ছক্কা না থাকলেও হাঁকিয়েছেন ১২টি চার।
প্রতিবেদন
লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৬৮ রান। ৫৮ রানের ইনিংস খেলে
মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর ক্রিজে এসেছেন নাজমুল হাসান শান্ত। দুই বলে
মোকাবেলা করে এখনো রানের খাতা খুলেননি এই বাঁহাতি ব্যাটার।
শ্রীলঙ্কার
চেয়ে এখনো ২২৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে রয়েছে নয়টি উইকেট। এর আগে,
গতকাল টেস্টের দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানে ভর করে প্রথম
ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।