ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার  বুড়িচং উপজলা প্রশা নের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল ১৭ মে অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বুড়িচং সদর ইউনিয়ন ও ষোলনল ইউনিয়ন। রানার্স আপ হয় রাজাপুর ইউনিয়ন ও বাকশীমূল ইউনিয়ন। খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক একএম আমিনুল ইসলাম, বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. জয়নাল আবদীন, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসন, রাজাপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বুড়িচং আনন্দ ক্রীড়া সংস্থার সেক্রেটারি আবু মুছা, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসন, স্কাউটস লিডার মা. কামরুজ্জামান, ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল খাঁ মেম্বার, হাজী তোফায়ল মেম্বার, আব্দুল ওহাব মেম্বারসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।