ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর দক্ষিণে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার  
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
মো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত সোমবার গভীর রাতে নগরীর ২২নং ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন হাইওয়ে ফিলিং স্টেশন সংলগ্ন রশিদ মিয়ার বিল্ডিংয়ে ২য় তলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ নূর আলম (২৪) ও ইলিয়াছ কাঞ্চন তারেককে (২০) গ্রেফতার করেছেন। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইন্সপেক্টর বিল্লাল হোসেন ও এসআই নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মুন হাইওয়ে ফিলিং স্টেশন সংলগ্ন রশিদ মিয়ার বিল্ডিংয়ে ২য় তলায় ডান পার্শে¦র কক্ষে সোমবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চান্দিনা থানার মাধাইয়া নাউতলার মজিবুর রহমানের পুত্র নূর আলম ও আদর্শ সদর উপজেলার দুতিয়া দিঘীর পাড় এলাকার আব্দুল কাদেরের পুত্র ইলিয়াছ কাঞ্চন তারেককে গ্রেফতার করেছেন।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে জানান, আটককৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।