ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পিছিয়ে পড়া নারীদের ভাগ্যন্নয়নে এগিয়ে আসতে হবে
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
ডা. ফেরদৌস খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বাধীন সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা যারা স্থানীয় পর্যায়ে বিত্তশালী আছি, সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সমাজে পিছিয়ে  নারীদের ভাগ্যন্নয়নে এগিয়ে আসা। নারীদের প্রতি সহনশীল হয়ে তাদের এগিয়ে যেতে সাহায্য করা।
গতকাল মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভানী ইউনিয়নের বরাট গ্রামে পিছিয়ে পড়া নারীদের ফ্রি সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এক সময় নারীরা ঘর থেকে বের হতো না, ঘরের চার দেয়ালে তারা জীবনপার করত এখন নারীরা পুরুষের পাশাপাশি সংসারের হাল ধরেছে। নারী শিক্ষার হার বেড়েছে, কর্মক্ষেত্রেও নারীরা সাফল্য অর্জন করছে। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, এদেশের উন্নয়নের  অংশীদার হিসেবে নারীরাও সমানভাবে অংশীদারী হয়।
ভানী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও শেখ রাসেল ফাউন্ডেশনের আহবায়ক  মো. ডা. মোর্শেদ আলম শাহীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি শাহীনুর লিপি, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম মুন্সি, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো. নুরুল ইসলাম, ভানী ইউপি নির্বাচনী নৌকা মনোনীত প্রার্থী মোসা. তাহমিনা মুকুল প্রমুখ। পরে ডা. ফেরদৌস খন্দকার নিজস্ব অর্থায়নে ১০ নারীকে  ফ্রি সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ করেন।