ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাঙা কালভার্টে গাছের ডালে ঝুলছে বিপদ সংকেত
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে একটি ভাঙা কালভার্টের গর্তে গাছে ডালার ফেলে তার ওপর বিপদ সংকেত হিসেবে লাল কাপড় ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফয়েজ উল্লাহ মাষ্টারের বাড়ির পাশের কালভার্টির বর্তমান এ দশা।
স্থানীয় বাসিন্দা মো. শাহ জালাল বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক। এ সড়ক দিয়ে মোহনপুর, ফুলতুলি চান্দিনাসহ বিভিন্ন এলাকায় যাতায়ত করা হয়। এছাড়াও মোহাম্মদপুর, মোহনপুর একটি কৃষিনির্ভর এলাকা। স্থানীয় কৃষকরা আমন ধানসহ ও বিভিন্ন শাকসবজি বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ গুরুত্বপূর্ণ সড়কটি আজ ১০/১২ দিন ধরে ভাঙা। এখানে গাছের ঢালা কেটে ওপর লাল কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। গত বছরও এ কালভার্টটি সংস্কার করা হয়েছিলো। দ্রুত এ কালভার্টটি মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কৃষকলীগ নেতা মো. সেলিম বলেন, কালভার্টটি এলাকাবাসীর জন্য বিষফোঁড়া। যেকোন মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীসহ শত শত শিক্ষার্থীরা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাঙা কালভার্ট দিয়ে রাস্তা পার হচ্ছেন। বিশেষ করে রাতের বেলায় কালভার্টটি যেন মরণ ফাঁদে পরিণত হয়। ভাঙা কালভার্টটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন কবীর বলেন, ইউপি চেয়ারম্যান এলাকায় নেই তিনি আসলে তাকে জানানো হবে এবং ভাঙা কালভার্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে কাউকে এখনও জানানো হয়নি।
উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম জানান, কালভার্টটি মেরামত অযোগ্য হলে বরাদ্দ দিয়ে ভেঙে নতুন করে করা হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যে কয়েকটি কালভার্ট সংস্কার করনা হয়েছে। মোহাম্মদপুরের ভাঙা এ কালভার্টটিও মেরামত করা হবে।