ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বার পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশারঃ
দেবীদ্বার পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর সভার কর্মকর্তা, কর্মচারী ও পৌর সহায়ক সদস্যবৃন্দ।
মঙ্গলবার বেলা ১১টায় দেবীদ্বার নিউমার্কেট ‘স্বাধীনতা চত্তরে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৫নং ওয়ার্ড পৌর সহায়ক সদস্য হাছন আলীর সভাপতিত্বে এবং পৌরকর আদায়কারী মোঃ রকিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ডের পৌর সহায়ক সদস্য মোঃ মুজিবুর রহমান, বাজার পরিদর্শক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ইদানিং দেবীদ্বার পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার করে আসছে। পৌরসভার সাবেক  মাষ্টার রোলে কর্মরত পরিচ্ছন্ন কর্মী শাহিনা আক্তারের প্ররোচনায় কিছু লোক সোশ্যাল মিডিয়া এবং অনলাইনসহ বিভিন্ন পত্রিকায় ‘এখনো বহাল তবিয়তে দেবীদ্বারের সেই পৌর সচিব - কুপ্রস্তাবে রাজী না হওয়ায় পরিচ্ছন্নতা কর্মীকে চাকরি হতে বিতাড়িত’ শিরোনামে প্রচারণা করা হচ্ছে। যা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এবং ‘পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব)কে হেয় প্রতিপন্ন করতেই এ মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। যা আমাদের পৌর সভার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করা হচ্ছে। যা কাম্য নয়। বক্তারা সাংবাদিকদের এ বিষয়ে তথ্য প্রমাণ না নিয়ে প্রচারণায় বিরত থাকতে অনুরোধ জানান।