কুমিল্লা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদান
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা উপকরণ মাল্টিমিডিয়া প্রজেক্টর সেট প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যেগে ও জাপানী সাহায্যকারী সংস্থা জাইকার অর্থায়নে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে এসব ডিজিটাল শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাইকার কর্মকর্তা মো. রেজওয়ান, বন্দিশাহী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পাঁচথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার প্রথম পর্যায়ে পাঁচথুবী ইউনিয়নের ৬টি ও নগরীর একটি স্কুলসহ ৭টি প্রতিষ্ঠানে ল্যাপটপ, মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। প্রতিষ্ঠান সমূহের মধ্যে ৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। পর্যায়ক্রমে অনান্য প্রতিষ্ঠানেও এ আধুনিক শিক্ষা সরাঞ্জাম প্রদান করা হবে জানান প্রধান অতিথিরা। এসময় অতিথিবৃন্দ বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষে এসব আধুনিক শিক্ষা উপকরণের যথার্থ ব্যবহারের উপর গুরুত্ব দেন।