Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM, Update: 18.05.2022 1:16:49 AM
গতকাল
১৭ মে কুমিল্লায় ‘চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ ঃ পরিপ্রেক্ষিত
কুমিল্লা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত
ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল
হাসান। ২ ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালায় স্কুলের শিক্ষার্থীদেরকে চতুর্থ
শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানামুখী
দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত আসন্ন
প্রোগ্রামিং কোর্সের সিলেবাস প্রণয়ন করেন জেলা প্রশাসক। কর্মশালায় ৮ টি
শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক
বলেন, সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সেবা সম্প্রসারিত করা, ‘রূপকল্প
২০৪১’র অন্যতম লক্ষ্য দক্ষ মানবসম্পদ তৈরি এবং এসডিজির অভীষ্ট-৪ (মানসম্মত
শিক্ষা) অর্জনের লক্ষ্যে কুমিল্লায় রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ক কার্যক্রম
গ্রহণ করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনসহ জেলার ১৭টি উপজেলায় রোবটিক্স,
প্রোগ্রামিং এবং ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালা, প্রশিক্ষন চলছে। তরুণ
প্রজন্মকে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষায় উদ্বুদ্ধকরণ ও
অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে আগ্রহী করার বিষয়ে জোর দেন তিনি।