ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোরের কাগজের বিরুদ্ধে মেয়র প্রার্থী রিফাতের মামলা
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM, Update: 18.05.2022 1:16:54 AM
ভোরের কাগজের বিরুদ্ধে মেয়র প্রার্থী রিফাতের মামলামিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করা দায়ের করেছেন কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
মঙ্গলবার (১৭ মে) সকালে কুমিল্লা আদালতের জেলা ও দায়রা জজ আদালত -১ এর আইনজীবী মাসুদুর রহমান শিকদার মামলাটির আবেদন করেন করেন। পরে জেলা ও দায়রা জজ আদালত -১ এর বিচারক আব্দুল হান্নান ভোরের কাগজকে একটি সমন পাঠানোর নির্দেশ দেন। সমন ফেরতের তারিখ নির্ধারণ করেন ৩ জুলাই ২০২২।
মামলার বাদী পক্ষের আইনজীবী মাসুদুর রহমান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আবেদন করে আরফানুল হক রিফাত বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের কাগজ এর প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ ৫জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছি।
যে সরকারি দপ্তর এই তালিকা করেছেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ কোনভাবেই সত্যি নয় যদি সত্যি হয় তাহলেও তারা কেন দেখে শুনে সংবাদ প্রকাশ করেনি? তারা কেন এর আগে সংবাদ প্রকাশ করেনি। মনোনয়ন জমা দেবার পর কেন করেছে। তার মানে তাদের কোন খারাপ উদ্দ্যেশ ছিল। তবে আমরা মহানগর আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই নৌকার বিজয় ছিনিয়ে আনবো।
এদিকে কুমিল্লার আদালতে মামলার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আরফানুল হক রিফাত মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় কয়েজন নেতাকে সাথে নিয়ে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার (১৭ মে) দুপুর দেড়টায় মনোনয়ন জমা দেন তিনি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিফাত।