ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিসিটিভি ভাড়ায় ইসির টেন্ডার
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM, Update: 18.05.2022 1:16:59 AM
সিসিটিভি ভাড়ায় ইসির টেন্ডারকুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্র ও ভোট কক্ষে ভাড়ার ভিত্তিতে সিসিটিভি স্থাপনে দরপত্র আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।এতে ৮৫০টি সিসিটিভি স্থাপন ও মনিটরিং ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। ইসির উপ-সচিব খোরশেদ আলম স্বাক্ষরিত দরপত্রটি মঙ্গলবার (১৭ মে) ইসির ওয়েবসাইটে আপলোড করা হয়। বুধবারের একাধিক জাতীয় পত্রিকায় এটি বিজ্ঞাপন আকারে প্রকাশিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বুধবার থেকে দরপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। দরপত্র বিক্রির শেষ সময় ৩০ মে। ৩১ মে সকাল ১১টা হচ্ছে টেন্ডার জমা দেওয়ার শেষ সময়। একই দিন বেলা ১২টায় এটি খোলা (ওপেন) হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে দরপত্র সংগ্রহ এবং একই দফতরে তা জমা দিতে হবে।
খোলা টেন্ডার পদ্ধতিতে (ওটিএম) সিসিটিভি স্থাপনের খরচ সরকারি কোষাগার থেকে মেটানো হবে।
দরপত্রের প্যাকেজে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সকল কেন্দ্র ও ভোট কক্ষে ভাড়ার ভিত্তিতে সিসিটিভি ক্যামেরা ও মনিটরিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে। এতে ৮৫০টি সিটিটিভি ও মনিটরিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর গণমাধ্যমকে কুমিল্লা সিটি নির্বাচনে সিটিটিভি স্থাপনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিটি ভোট কক্ষে একটি করে এবং প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে একটি করে সিসিটিভি স্থাপন করা হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রের মোট ভোট কক্ষ থাকছে ৬৪০টি। এ হিসেবে সব কেন্দ্র ও কক্ষের জন্য ৭৪৫টি সিসিটিভির দরকার পড়বে। এর বাইরে নির্বাচনের ফলাফল প্রকাশের কেন্দ্রসহ আরও কিছু জায়গায় সিটিটিভি স্থাপন করা হবে বলে বলে ইসি সূত্রে জানা গেছে।