ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমবাপ্পেকে রাখার আশা করছে না পিএসজি
Published : Wednesday, 18 May, 2022 at 2:42 PM
এমবাপ্পেকে রাখার আশা করছে না পিএসজিআগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকে ক্লাবে রাখার আশা ছেড়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তারা ধরেই নিয়েছে ফরাসি ফরোয়ার্ড দ্রুতই রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার ঘোষণা দেবেন। 'ইএসপিএন'কে এমন কথা জানিয়েছে নির্ভরযোগ্য এক সূত্র।

এমবাপ্পে এবং লা লিগা চ্যাম্পিয়ন মাদ্রিদের মধ্যে এখনও কিছু বিষয় নিয়ে দর কষাকষি চলছে। তবে সেগুলো আনুষ্ঠানিকতা মাত্র। সূত্রটি মনে করছে, এমন কিছুই বাকি নেই, যা এমবাপ্পে ও রিয়ালের চুক্তিতে বাধা হতে পারে।

সূত্রটি আরও জানিয়েছে, ২৩ বছর বয়সী এমবাপ্পেকে ক্লাবে রাখার জন্য অনেক বুঝিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। তারা এমবাপ্পেকে একটি বিশাল নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল।

বলা হয়েছিল, তাকে পরবর্তী মৌসুমে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হবে এবং দলও আরও শক্তিশালী করা হবে। এছাড়া এমবাপ্পের সব রকমের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি ছিল পিএসজির। কিন্তু কিছুই মন গলাতে পারেনি ফরাসি তারকার।

৩৪ টি লিগ ওয়ান ম্যাচে ২৫ গোল আর ১৭ অ্যাসিস্ট করে ক্যারিয়ারসেরা মৌসুম কাটানো এমবাপ্পের জন্য অবশ্য টাকাটাই সব নয়। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল রিয়াল মাদ্রিদের হয়ে একদিন খেলার, সেই সুযোগটিই এবার লুফে নিচ্ছেন।

এই গ্রীষ্মে পিএসজিতে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। গত সোমবার এই তারকা বলেন, তিনি চুক্তির বিষয়টি 'প্রায়' ঘোষণা করার দ্বারপ্রান্তে চলে এসেছেন। যদিও নতুন ক্লাবটি রিয়াল মাদ্রিদই, এমন কথা মুখ ফুটে বলেননি ফান্সের বিশ্বকাপজয়ী তারকা।