চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু আবদুর রহমান আরাফ (২) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের এপিপি প্রদীপ কুমার ভট্টাচার্য জানান, বুধবার (১৮ মে) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন– চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরের মো. ফরিদ, শিশু আরাফের পরিবার যে ভবনে ভাড়া থাকত সেই ভবনের দারোয়ান মো. হাসান ও তার মা নাজমা বেগম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
পিপি জানান, ২০২০ সালের ৭ জুন বাকলিয়া থানাধীন ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদের ট্যাংক থেকে আবদুর রহমান আরাফের লাশ উদ্ধার করে পুলিশ। আরাফ ওই বাড়ির ভাড়াটিয়া আবদুল কাইয়ুমের ছেলে। এই ঘটনায় দায়ের করা মামলায় ওই তিন জনকে আসামি করা হয়।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১০ মার্চ আদালতে এ মামলায় চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ২০ জন এবং আসামিপক্ষে ১০ জনের সাফাই সাক্ষ্য শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়।