ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শ্বশুরের জানাজায় এসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
Published : Wednesday, 18 May, 2022 at 3:21 PM
শ্বশুরের জানাজায় এসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতারবরিশালের উজিরপুর উপজেলায় কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেল নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলার ধামুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পাভেল ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান সিকদারের ছেলে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন জানান, ঢাকার শ্যামপুর ও মতিঝিল থানায় পৃথক দুটি হত্যা মামলায় পাভেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২০১৩ সাল থেকে সে আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেফতারে দেশের সব থানায় বার্তা দেওয়া হয়।

আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আপন চাচা ও শ্বশুর আবুল হোসেন সিকদারের জানাজায় অংশ নেবে পাভেল। বিষয়টি জানতে পেরে তাকে গ্রেফতারে প্রস্তুতি নেওয়া হয়। সকাল ১০টায় জানাজা শেষে ১১টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি ঢাকার সংশ্লিষ্ট দুই থানাকেও অবহিত করা হয়েছে।

উজিরপুর মডেল থ‍ানার ওসি আরশেদ ‍আলী বলেন, পাভেলকে গ্রেফতারের পর দুপুর ‍আড়াইটায় ‍আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে শ্যামপুর থানায় ‍আরও ‍একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।