Published : Sunday, 22 May, 2022 at 12:00 AM, Update: 22.05.2022 1:21:24 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়! আর একটু ঝড়বৃষ্টি হলেতো কথাই নেই। ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের নাগাল পাওয়া যায়না। তাছাড়া দিনে রাতে অসংখ্যবার লোডশেডিংতো নিয়মিত ব্যাপার। মাঝেমধ্যে ঘোষনা দিয়ে, আবার অনেক সময় ঘোষনা ছাড়াই লাইন সংস্কারের নামে সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
কুমিল্লা পল্লী বিদুৎ সমিতির-২ বাগমারা জোনাল অফিসের এমন অব্যবস্থাপনায় একদিকে যেমন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের, অন্যদিকে সরকারেরও ভাবমূর্তী ক্ষুন্ন হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় সময় বিদ্যুৎ বন্ধ রেখে খুঁটি ও তার পরিবর্তনসহ নানা সংষ্কার কাজ করা হয়েছে। কিন্তু এর পরেও সামান্য মেঘ-বৃষ্টি হলেই খুঁটি পড়ে যাওয়া বা তার ছিড়ে যাওয়ার অজুহাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।
বর্তমান সরকারের আমলে সারা দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক উন্নতি ঘটলেও লালমাইয়ে লোডশেডিং থেকেই যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আইউব আলী বলেন, যখন ইরিগেশন ছিলো এতগুলো মোটর চলার পরও লোডশেডিং ছিলো সহনীয়। সরকার চাহিদার সঙ্গে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করে সারাদেশের লোডশেডিং একটি সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু লালমাইয়ে অবস্থা দেখে মনে হয় সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য পল্লী বিদ্যুতের কেউ হয়তো চক্রান্ত করছে।
হরিশ্চর বাজার ব্যবসা পরিচালনা কমিটির সভাপতি হাজী ছিদ্দিকুর রহমানসহ ব্যবসায়ীদের অভিযোগ, সামান্য মেঘের গর্জন বা বজ্র চমকালেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু সময় পর মেঘ সরে গেলেও বিদ্যুৎ আর আসেনা। দীর্ঘ সময় বিদ্যুৎ না আসায় বাজার অন্ধকারে ভুতুড়ে অবস্থায় পরিনত হয়। এমনকি অন্ধকারে বহুবার বাজার চুরির ঘটনাও ঘটেছে।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ জানান, লোডশেডিং নিয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম এর সাথে কথা হয়েছে। সবসময় তিনি টেকনিক্যাল সমস্যার কথা বলেন। যার কারনে আমাদের কিছু বলার থাকে না।
জানতে চাইলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ -২ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোরশেদ আলম বলেন, এ অঞ্চলের বিদ্যুতের লাইন গুলো গাছপালার মধ্যে দিয়ে চলে গেছে। যার কারনে মেঘ বা ঝড় হলে মানুষের নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ঝড়ে বৈদ্যুতিক খুঁটিসহ তার ছিড়ে যায়। টেকনিক্যাল সমস্যার কারনে বিদ্যুৎ বন্ধ রাখতে হয়।