Published : Sunday, 22 May, 2022 at 12:00 AM, Update: 22.05.2022 1:21:28 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২০ মে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ২০ মে শুক্রবার রাতে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি হরিমঙ্গল রেল ক্রসিং এর পূর্ব পাশের হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া গামী পাকা রাস্তার উপর হতে মোঃ মাসুদ(৩৪)কে গ্রেফতার করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুড়া ফরাজী বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই শেখ মফিজুর রহমান ও এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ০১ বৎসর কারাদন্ড এবং ৬ লক্ষ টাকার অর্থ দন্ড প্রাপ্ত আসামী উপজেলার বড়ধুশিয়া এলাকার মৃত আঃ আউয়াল ভূঁইয়ার ছেলে শাহীন আলম ভূইয়া ও জিআর পরোয়ানা মূলে আসামি উপজেলার উত্তর তেঁতাভূমি আনন্দপুর এলাকার অনু মিয়ার ছেলে মোঃ দিলদার কে গ্রেফতার করে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, "আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"