নরসিংদীর বেলাব উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
এর আগে রবিবার (২২ মে) সকাল ৮টায় উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—বাবলা গ্রামের রঙমিস্ত্রি গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)।
পুলিশ জানায়, সকাল ৮টায় প্রতিবেশীরা রাহিমা ও তার সন্তানদের লাশ ঘরের ভেতর পড়ে থাকতে দেখে। এরপর খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে।
গিয়াস উদ্দিন জানান, তিনি গাজীপুরের আড়ালিয়া এলাকায় রঙের কাজে ছিলেন। সকালে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন, ঘরে স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে।
তিনি বলেন, ‘আমার চাচাতো ভাই রেনু শেখের সঙ্গে জমি সক্রান্ত ও গাছ কাটা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সে আমার স্ত্রী-সন্তানদের হত্যা করেছে।’
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, রাহিমা খাতুনের মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার দুই সন্তানের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারালো অস্ত্রের আঘাতে রাতের কোনও এক সময়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।