ভূমি অধিকার সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে গত ১৯ মে সারা দেশে শুরু হয়েছে 'ভূমি সেবা সপ্তাহ-২২। আগামী ২৩ মে পর্যন্ত এই ভূমি সেবা সপ্তাহ চলবে।
এ উপলক্ষে গতকাল রোববার দেবিদ্বার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে 'ভূমি অফিসে না এসে-ডিজিটাল ভূমি সেবা গ্রহণ'-এই প্রতিপাদ্যে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। দুপুরে সেবা সপ্তাহের উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো.আশিক উন নবী তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.গিয়াস উদ্দিন, কানুনগো মো. নুরুজ্জমান, সার্ভেয়ার মো. ইব্রাহীম খলিল, নাজির চন্দ্রন চক্রবর্তী, পৌর ভূমি কর্মকর্তা এমদাদুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রহুল আমিনভূমি উপসহকারী কর্মকর্তাবৃন্দ।
ইউএনও মো. আশিক উন নবী তালুকদার বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছেন। এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর সে সুযোগে একটি চক্র সেবা গৃহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সবাইকে ই-সেবা গ্রহণ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ভূমি সেবা পেতে অথবা কোন অভিযোগ জানাতে ১৬১২২ নম্বরে কল করেও সেবা নিতে পারেন। দেশের যে কোন স্থানে এমনকি বিদেশ থেকেও নিজের মোবাইলে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। ভূমি সেবা সপ্তাহের ৫দিন পৌরসভাসহ সকল ইউনিয়ন ভূমি অফিসে অনলাইনে হোল্ডিং এন্ট্রি ও রেজিষ্ট্রেশন করা হচ্ছে। যাতে করে গ্রাহক পরবর্তী বছর থেকে নিজের মোবাইল থেকেই ভূমি উন্নয়ন কর দিতে পারেন। উপজেলা সহকারী কমিশনার মো. গিয়াস উদ্দিন বলেন, অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা শুরুর পর থেকে ব্যাপক সাড়াও পাওয়া গেছে। হোল্ডিং রেজিষ্ট্রেশন করতে গ্রাহকদের ভীড় লক্ষ্য করা গেছে বলে একই সাথে অনলাইনে আবেদন করা, সেবা গ্রহীতাদের নাম জারির খতিয়ান ও ডিসিআর প্রদান করা এবং কারেন্ট খাজনাও নেয়া হচ্ছে। আলোচনা শেষে মুজিববর্ষে আশ্রয়নহীনদের মাঝে ঘরের কবুলিয়াত দলিলপ্রদান করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ‘কানুনগো’ নির্বাচিত হওয়ায় দেবিদ্বার উপজেলা ভূমি অফিসের মো. নুরুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।