বরুড়ায় মধু মাস উদযাপন
Published : Monday, 13 June, 2022 at 12:00 AM
বরুড়া প্রতিনিধি ||
কুমিল্লার বরুড়ায় মধু মাস উদযাপন করা হয়েছে। গতকাল (১২ জুন) সন্ধ্যা ৭ টার দিকে বরুড়া ডক্টরস কমিউনিটি হসপিটালের উদ্যোগে ডা. আনিসুল ইসলাম হলরুমে এই মধু মাস উদযাপন হয়। ওই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোটা. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম, সাংবাদিক মো. মাসুদ মজুমদার। সভাপতিত্ব করেন ওরাই আপনজন সংগঠনের সভাপতি ইলিয়াস আহমদ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আগানগর ডিগ্রি কলেজের প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা মোঃ শাখাওয়াত হোসেন, সাংস্কৃতিক কর্মী আজহার সুমন, সাংবাদিক এমডি. আজিজুর রহমান, সাংবাদিক শাহ আলম, সংগঠনের যুগ্ন সম্পাদক ইন্জিনিয়ার খালেদ ইবনে মতিন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ইনসেপ্টার প্রতিনিধি মোঃ মশিউর রহমান, সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সংগঠনের সদস্য জিয়াউল হক জসিম, মাসুদ ফয়সাল, গনি, মোবারক হোসেন, আবদুস সালাম, আবির হোসেন নাছির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন।
বক্তারা, মধু মাসের গুরুত্ব ও মৌসুমী ফলের সংরক্ষণের বিষয়ে আলোচনা করেন। এই মহতি উদ্যোগের জন্য অতিথিবৃন্দ ওরাই আপনজন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।