ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে লাইসেন্স ছাড়া ব্যবসা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
Published : Monday, 13 June, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বারে খাদ্য অধিদপ্তরের অনুমতিপত্র বা লাইসেন্স ছাড়া চাউল বিক্রয়ের অভিযোগে ৩ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।  অভিযান পরিচালনাকালে অত্যাবশ্যকীয় নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ ধারায় অনুমোদন ছাড়াই ব্যাবসা করার অভিযোগে চাউল ব্যাসায়ি ইসমাইল হোসেন, মোঃ সুলতান আহমেদ ও মোঃ শাহ জাহান খানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা  আহম্মদ হোসেন মজুমদার, দেবীদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও ভূমি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা।
দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গিয়াস উদ্দিন বলেন, এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। বিনা লাইসেন্সে খাদ্য সামগ্রী ক্রয়-বিক্রয়, অধিক মুনাফার আশায় খাদ্য সামগ্রী মজুত রাখা এবং অতিরিক্ত মূল্য আদায়সহ নানা অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আসছে।