মুরাদনগরে ইউপি নির্বাচন প্রচারণা বন্ধ হলেও থেমে নেই প্রার্থীরা
Published : Monday, 13 June, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
১৫ জুন (বুধবার) কুমিল্লার মুরাদনগর সদর ও শ্রীকাইল ইউপির ৩নং ওয়ার্ড নির্বাচন। তফসিল অনুযায়ী প্রচার-প্রচারণা বন্ধ হলেও থেমে নেই চেয়ারম্যান, নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা। প্রার্থী, তার আত্মীয়স্বজন ও কর্মী সমর্থকরা রাতের ঘুম হারাম করে ভোটারদের সাথে সাক্ষাত করছেন। দফায় দফায় ভোট চাচ্ছেন। তবে বেশীর ভাগ প্রার্থীই বলেন, জয়-পরাজয় বড় কথা নয়, আমরা প্রশাসনের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করছি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ জানুয়ারী উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ২১টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকায় ১৩নং মুরাদনগর সদর ইউপি নির্বাচন ২০১৬ সাল থেকে স্থগিত ছিল। মামলা নিষ্পত্তি হওয়ায় সারা দেশের মতো মুরাদনগর সদর ইউনিয়নে ১৫ জুন (বুধবার) নির্বাচনে আর কোন বাধাঁ নেই। অপর দিকে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে শ্রীকাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত সাধারণ সদস্য জলিল মিয়া শপথের আগের দিন মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়।
১৩নং মুরাদনগর সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ৫৬ জনসহ ৮১ জন এবং শ্রীকাইল ইউপির ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৮ জন প্রার্থীসহ মোট ৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুরাদনগর সদর ইউপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত অধ্যাপক কাজী তুফরিজ এটন (নৌকা), মোস্তাক আহম্মেদ মাসুদ (টেবিল ফ্যান), ফরিদ উদ্দিন আহাম্মদ (মোটর সাইকেল), বশিরুল ইসলাম (আনারস), জয়নাল আবেদীন (ঘোড়া), ইসলামী আন্দোলন মনোনীত দিদারুল আলম (হাত পাখা), নাজমুস সাকিব (টেলিফোন), আল কাউছার (অটো রিকসা) ও তছলিম আহমেদ (চশমা)। মুরাদনগর সদর ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় ২৮ হাজার ৪৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৮২০ ভোট ও ১৩ হাজার ৬১৪ জন নারী ভোটার রয়েছে। অপর দিকে শ্রীকাইল ইউপির ৩নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক হাজার ৭৩০ ও নারী ভোটার এক হাজার ৭১৫। মুরাদনগর সদরের ১২টির সব ক’টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর শ্রীকাইল ইউপির ৩নং ওয়ার্ডে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশনও একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ তৎপর রয়েছে। কোন প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদানের লক্ষে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।