দেবিদ্বারে স্থগিতকৃত ভানী ইউপি নির্বাচন শেষ মুহূর্তের প্রচারণায় সরব প্রার্থীরা
Published : Monday, 13 June, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে স্থগিতকৃত ভানী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বাকি আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। কর্মী-সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও এখন ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে।
গতকাল রবিবার বিকালে ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, ভানী ইউনিয়নের ৯টি কেন্দ্রে মূলত লড়াই হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার মুকুল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী জালাল উদ্দিন ভূঁইয়ার মধ্যে। তবে ভোট যুদ্ধে পিছিয়ে নেই চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোফরানুল কারীম ও ঘোড়া প্রতীকের হানিফ খান। তবে গভীর রাতে ভোট ক্রয় বিক্রয়ের অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। এছাড়াও কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে আগাম অভিযোগ করেছেন আবু হানিফ নামে এক সাধারণ সদস্যপ্রার্থী। সব মিলিয়ে উত্তপ্ত ভানী এলাকার ভোটের মাঠ।
এদিকে, নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে একাধিক প্রার্থীকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি প্রতিদিনই ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এছাড়াও বরাট এলাকায় অস্থায়ী ক্যাম্প করে সর্তক অবস্থানে রয়েছেন দেবিদ্বার থানা পুলিশ। রবিবার বিকালে দেবিদ্বার বি-পাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহর নেতৃত্বে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, উপ পরিদর্শক ও বিট অফিসার মো. মাহবুবুর রহমান খাদেমসহ একদল পুলিশ সদস্য নিয়ে নির্বাচনী এলাকায় টহল জোরদার করেন।
অন্যদিকে, কটকসার, বরাট, ভানী, সোতপুকুরিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। উঠান বৈঠক, পথসভায় কুশল বিনিময় করছেন। কেউ কেউ দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। ভানী গ্রামের গণসংযোগের সময় কথা হয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোফরানুল কারিমের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, ভোটাররা এবার একজন সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবে। একই ইউনিয়নের বরাট এলাকায় গণসংযোগের সময় কথা হয় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর তাহমিনা আক্তার মুকুল ও নেতা কর্মীদের সঙ্গে। তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এ ইউনিয়নে আমার স্বামী সাবেক চেয়াম্যান ছিলেন। তিনি এ ইউনিয়নের সকল মানুষের হৃদয়ে আছেন। আমার স্বামী গত ৬ ফেব্রুয়ারি নির্বাচনের আগের দিন মারা যান। ভোটারদের অনুরোধে আমি নির্বাচনে এসেছি। আশা করছি একটি ভালো ফলাফল পাব। এ ছাড়াও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন হাজী জালাল উদ্দিন ভূইয়া। নিজের বিজয়ের জন্য তিনি রাত-দিন এক করে ফেলছেন। ইতোমধ্যে তিনি ৯টি কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য পাহাড়ায় থাকবেন বলেও ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমি সুষ্ঠু ভোট চাই প্রশাসনের কাছে। আর কিছু চাই না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। কেউ যাতে হুমকি ধামকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা না দেয়। তিনি আরও বলেন, প্রশাসন এখানে কঠোর রয়েছেন, তাঁরাও চেষ্টা করছেন একটি অবাধ নির্বাচনের জন্য। আশা করি, ভালো ভোট হলে মোটরসাইকেল প্রতিকের বিজয় হবে।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাফ হোসেন বলেন, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সপ্তম ধাপের ইউপি নির্বাচনের আগের রাতে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল হঠাৎ মারা যাওয়ায় ওইদিন রাত ১১টার দিকে গণবিজ্ঞপ্তি জারি করে ভানী ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করা হয়। আগামী ১৫ জুন স্থগিতকৃত ভানী ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ১১জন চেয়ারম্যান প্রার্থী, ৪১জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য ১০জন প্রার্থীসহ মোট ৬২জন প্রতিদ্বন্দিতা করবেন। তিনি আরও বলেন, প্রশাসন সর্তক রয়েছে, আশা করছি কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভানী ইউপি নির্বাচন সম্পন্ন হবে।
দেবিদ্বার বি-পাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ বলেন, নির্বাচনী এলাকায় কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বরদাশত করা হবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে।