Published : Saturday, 18 June, 2022 at 12:00 AM, Update: 18.06.2022 1:10:29 AM
রণবীর ঘোষ কিংকর।
চোরের
উপদ্রব থেকে নিজের গরু রক্ষা করতে গোয়াল ঘরে দিয়েছে বৈদ্যুতিক খোলা লাইন।
আর নিজের দেওয়া সেই তাঁরে জড়িয়ে প্রাণ হারালো মাহিন (১৩) নামে এক স্কুল
পড়ুয়া ছাত্র।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল
ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে। শুক্রবার (১৭ জুন) সকালে গোয়াল ঘরের দরজা খুলতে
গিয়ে বৈদ্যুতিক তাঁরে জড়িয়ে মৃত্যু ঘটে তার।
নিহত মাহিন ওই গ্রামের দুবাই প্রবাসী আবদুল মোতালেব ফকির এর একমাত্র ছেলে। সে কেরণখাল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
পাশ্ববর্তী
বাড়ির ইউসুফ জানান, চোরের কবল থেকে নিজেদের গরু রক্ষা করতে গোয়াল ঘরের
দরজা সহ চারপাশে বৈদ্যুতিক তাঁরের ফাঁদ সৃষ্টি করে রাখে মোতালেব ফকিরের
একমাত্র ছেলে মাহিন। প্রতিদিন সকালে বৈদ্যুতিক লাইন বন্ধ করে ঘর থেকে গরু
বের করে। শুক্রবার সকালে ভুল বসত বৈদ্যুতিক লাইন বন্ধ না করে গরু ঘরের দরজা
খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় মাহিন। কিছুক্ষণ পর দাদা ছায়েদ আলী নাতিকে এ
অবস্থায় দেখে তাকে চান্দিনা সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে কেউ আমাকে জানায়নি।