বুড়িচংয়ে আইনশৃংখলা ও সমন্বয় কমিটির সভা
Published : Wednesday, 29 June, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে ২৮ জুন মঙ্গলবার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমন্বয় কমিটির সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার এবং আইনশৃংখলা কমিটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
সভায় মাদক, চোরাচালান, ইভটিজিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কঠোর পদক্ষেপ নেয়। নির্বিঘ্নে সকল লোকজন কোনো ঝামেলা ছাড়া বাড়ি পৌঁছাতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, মহিলা ভাইস পান্না আক্তার মাহবুব, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ রহমান, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাইদুল মোরশেদ মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, শংকুচাইল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদের, খাড়েড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জহিরুল হক, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আনোয়ারুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার আঃ রহিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারোয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সমাজসেবা কর্মকর্তা মোঃ আঃ আউয়াল, পল্লী সঞ্চায়ক ব্যাংক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ, উপজেলা জাইকার ফেসিলেটর মোঃ সফিউল্লাহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আবদুল করিম, আলহাজ্ব ইঞ্জিঃ জয়নাল আবেদীন, হাজী মোঃ বিল্লাল হোসেন, হাজী মোঃ আবু তাহের, এম লালন হায়দার, মোঃ সাহেব আলী, এড. ইস্কান্দার আলী আমির ভূঁইয়া।