ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  
Published : Wednesday, 29 June, 2022 at 12:00 AM
 
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা ||
কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরে খরিপ, ২০২২-২০২৩ মৌসুমে উফসী আমন ধানের বীজ উৎপাদন লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন উপলক্ষে এক আলোচন সভা কৃষিসম্প্রসারণ এর হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা ৯ টি ইউনিয়নের ৬০০ এর অধিক প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
উল্লেখ্য, ৯ ইউনিয়নের ৬০০ প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত ধানের বীজ ৫ কেজি, ডিএফপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে জন প্রতি বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ বানিন রায়, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহসিন কবির। আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া, মোঃ আব্দুল জলিল, মোঃ তাজুল ইসলাম, মোঃ ওমর ফারুক, বিল্লাল হোসেন, ফখরুল ইসলাম, ইসরাফিল, মোঃ ফারুক আহমেদ, জিয়া উদ্দিন মজুমদার প্রমুখ।