ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নতুন ক্লাব খুঁজছেন রোনালদো
Published : Tuesday, 5 July, 2022 at 12:00 AM
দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা সুখকর হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। রেড ডেভিলদের কোনো সফলতা এনে দিতে পারেননি পর্তগিজ এই তারকা। অবশ্য রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স বলছে ভিন্ন কথা, ৩৭ বছর বয়সে এসেও গোলের ক্ষুধা কমেনি তাঁর।
২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা চারে না থাকায় আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড।
এতে ইউরোপ সেরার লড়াইয়ে দেখা যাবে না রোনালদোকে। তাই গুঞ্জন বইছে, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান রোনালদো। আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে চান তিনি। তাই নতুন দল খুঁজছেন পর্তুগিজ তারকা।
রোনালদো ম্যানইউ কতৃপক্ষকে জানিয়েছেন, ভালো প্রস্তাব পেলে যেনো বিক্রি করে দেওয়া হয় তাকে। গুঞ্জন রয়েছে, ৩৭ পেরিয়ে গেলেও সিআরসেভেন’কে দলে ভেড়াতে আগ্রহী চেলসি, বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলো। সে তালিকায় নাম আছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিও।
ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে চেলসির নতুন মালিক টড বোহেলি দেখা করেছেন রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে। রোমেলু লুকাকু দল ছাড়ায় রোনালদোকে দলে ভেড়াতে চাচ্ছে তাঁরা। যদিও এটা শুধুই গুঞ্জন হিসেবে শোনা গিয়েছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, রোনালদোর ফিরে যাওয়ার সম্ভাবনা আছে তার পুরনো ক্লাব স্পোর্টিং সিপিতেও। যারা ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশ নিবে। যদিও এটাকে শুধুই গুঞ্জন বলা হচ্ছে। তবে শেষ পর্যন্ত রোনালদোর গন্তব্য কোথায় হবে সেটার অপেক্ষায় থাকতেই হচ্ছে।