ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দলমত নির্বিশেষে মানুষ উন্নয়নের সুফল ভোগ করবেন- এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি
Published : Wednesday, 6 July, 2022 at 12:00 AM, Update: 06.07.2022 1:07:17 AM
দলমত নির্বিশেষে মানুষ উন্নয়নের সুফল ভোগ করবেন- এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপিতানভীর দিপু:
কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, কুমিল্লা শহরের উন্নতি না হলে গ্রামগঞ্জের উন্নতি হলেও প্রচার প্রসার হবে না। যেমন রাজধানীর উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন প্রকাশিত হয় না। তাই আমি কুমিল্লা শহরের উন্নয়ন যৌক্তিকভাবে চাই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় কুমিল্লায় বিশাল উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে। দলমত নির্বিশেষে মানুষ উন্নয়নের সুফল ভোগ করবেন। মানুষের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন- যেই দল থেকেই নির্বাচিত হন না কেন,  মানুষের সেবা করতে হবে।
গতকাল রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে গণ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা সিটির নব নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতকে শপথ পাঠ করান পরে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি নির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান।
শপথ শেষে বক্তব্য রাখতে গিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা পেয়েছি। এই দেশের মানুষ পরাধীনতা থেকে মুক্ত হয়েছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কোভিড ম্যানেজম্যান্টে ১ নম্বর দেশ। ভ্যাকসিনেশনে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের মানুষ করোনাকালীন দূর্যোগ পাড় করতে পেরেছে।  ইতোমধ্যে দেশের সবচেয়ে বড় অবকাঠামো সারাদেশের মানুষের স্বপ্ন পদ্মাসেতু উদ্বোধন করা হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রীর কারনেই সম্ভব হয়েছে।
এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি এবং সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে কুমিল্লা থেকে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, সংরক্ষিত আসনের এমপি আ্যরোমা দত্ত, জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু তাহের, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, সংসদ সদস্য আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহারের স্ত্রী নারী নেত্রী মেহেরুন্নেছা বাহার, নারী নেত্রী পাঁপড়ি বসু, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব পাখি, সদর উপজেলা চেয়ারম্যান আমিুনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন, মহানগর যুব লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ রাজনৈতিক, সমাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।