ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে ১০ তীর্থযাত্রীর মৃত্যু
Published : Monday, 1 August, 2022 at 12:45 PM
পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে ১০ তীর্থযাত্রীর মৃত্যুভারতের পশ্চিমবঙ্গে হিন্দু তীর্থ যাত্রীদের বহনকারী একটি ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। রবিবার রাতে কোচবিহারের ধরলা ব্রিজে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহতদের জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিউজিক সিস্টেম পাওয়ার জন্য লাগানো ডিজেল জেনারেটরে শর্ট সার্কিটের কারণে ভ্যানটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

যাত্রীরা সবাই স্টলকুচি পিএস এলাকার বাসিন্দা এবং তাদের পরিবারকে মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুলির জল্পেশের শিব মন্দিরে দিকে যাচ্ছিলেন। গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদী সেতু অতিক্রম করার পরই দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বিস্তর তদন্ত শুরুর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।