Published : Sunday, 14 August, 2022 at 12:00 AM, Update: 14.08.2022 12:49:30 AM
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি রড, সিমেন্ট, বিটুবিন, ইট, বালু, পাথরসহ সব প্রকার নির্মাণ সামগ্রীর ৪০-৫০ ভাগ মূল্যবৃদ্ধিতে করণীয়তা ও কর্মপ্রন্থা নির্ধারণ নিয়ে মতবিনিময় করেছেন কুমিল্লায় এলজিইডির ঠিকাদাররা। গতকাল শনিবার নগরীর ঝাউতলা এলাকায় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত ওই সভায় জেলার ১৭ উপজেলার দেড়শতাধিক ঠিকাদার অংশ নেন। তারা এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সুদৃষ্টি কামনা করেছেন।
কুমিল্লা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতি সভাপতি মো. সিরাজুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সিনিয়র ঠিকাদার মো. মেজবাহউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও জাতীয় পার্টির নেতা এয়ার আহম্মেদ সেলিম, স্থানীয় সরকার মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন, সিনিয়র ঠিকাদার ও বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, সিনিয়র ঠিকাদার রোটারিয়ান আবুল হোসেন ছোটন, সিনিয়র ঠিকাদার আবুল কাশেম, সিনিয়র ঠিকাদার ও মহানগর যুবলীগের সদস্য এ কে এম রিয়াজউদ্দিন মুন্না,আবদুল করিম চেয়ারম্যান, হাজী মো. কেফায়েত উল্লাহ, সিনিয়র ঠিকাদার নাঙ্গলকোট উপজেলা ভাইস- চেয়ারম্যান আবু ইউসুফ প্রমুখ।