ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
Published : Sunday, 14 August, 2022 at 12:00 AM, Update: 14.08.2022 12:49:33 AM
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিতগত ১২ আগস্ট ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ইংরেনজি বিভাগের উদ্যোগে এবং ইংলিশ টিচার্স এসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপি শিক্ষক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা বিষয়বস্তু ছিল ‘গবঃযড়ফং ড়ভ ঊভভবপঃরাব ঞবধপযরহম রহ ঊখঞ ঈষধংংৎড়ড়স ভড়ৎ ংঃঁফবহঃং ঊহমধমবসবহঃ’ দিনব্যাপি এই কর্মশালায় কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কিন্ডার গার্টেনের মোট ৫৪জন ইংরেজি শিক্ষক ও বিভাগের ১০জন শিক্ষার্থী ও সকল শিক্ষক স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যা। সম্মানিত অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ইটাব মাসুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইটাব এর জেনারেল সেক্রেটারি মো: আনোয়ার হোসাইন, যুগ্ম অর্থ সম্পাদক রুমেনা আফরোজা ও ইটাব কুমিল্লা জেলার জিএস মো: ফজলুল করিম।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো: তারিকুল আলম।
দিনব্যাপি অনুষ্ঠেয় কর্মশালায় ইএলটি ক্লাশ রুমে ছাত্রদের সামগ্রিকভাবে শিখন কার্যক্রমে অংশগ্রহণের বিভিন্ন পদ্ধতি নিয়ে ৪জন রিসোর্স পার্সন আলোকপাত করেন। পুরো কর্মশালায় শিক্ষকরা অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেন এবং তারা কর্মশালায় অর্জিত কৌশল ও অভিজ্ঞতা প্রয়োগের মাধ্যমে ক্লাশরুম টিচিংকে আরো কার্যকরী করতে পারবেন।
সম্মানিত অতিথি তার বক্তৃতায় ক্লাশরুমে ছাত্রদের নিয়োজিতকরণের বিভিন্ন পদ্ধতি, গুরুত্ব প্রকারভেদ ইত্যাদি বিষয়ের উপর স্লাইড প্রেজেন্টশনের মাধ্যমে তুলে ধরেন।
প্রধান অতিথি এই ধরনের কর্মশালা আয়োজন করার জন্য ইংরেজি বিভাগকে সাধুবাদ জানান। তিনি বলেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইংরেজি ভাষা আয়ত্তকরণের কোন কিল্প নেই। যথাযথ পরিবেশ তৈরি ও শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদানই পারে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে সহায়তা করতে।
সমাপনী বক্তব্যে সভাপতি মো: তারিকুল আলম অনুষ্ঠানে আগত সকল শিক্ষকদের শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইংরেজি বিভাগ ইংরেজি শিক্ষার প্রসার ও চর্চাকে সহজতর করার বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে প্রায়ই বিভিন্ন কর্মশালা আয়োজন করেন। এটি বিভাগের ধারাবাহিক কর্মশালা। সমাজের পিছিয়ে পড়া শিক্ষকদেরকে ইংরেজি প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করাই এই কর্মশালার মূল লক্ষ্য।