Published : Sunday, 14 August, 2022 at 12:00 AM, Update: 14.08.2022 12:49:37 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদ্রাসার শিক্ষার্থীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। রাতেই পুলিশ ধর্ষণের অভিযোগে হাসান মিয়া (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া হাসান মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের বাসিন্দা। তাকে শনিবার সকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলার এজহার ও পুলিশ সুত্রে জানা গেছে, ধর্ষনের শিকার হওয়া ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। শিশুটি তা প্রত্যাখান করেন। শিশুটির বাবা দেবিদ্বার উপজেলা সদরে ব্যবসা করেন। গত বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা-মা ও ভাই দেবিদ্বার এলাকায় চলে যায়। বাড়িতেই একাই ছিলেন শিক্ষার্থী। ওই দিন রাতেই হাসান মিয়া শিশুটি ঘরে গিয়ে ডেকে তুলে ঘরে যায়। এ সময় তার বাবা-মা কেউ বাড়িতে নেই। তাকে অন্য সময় আসতে বলেন। এক পর্যায়ে হাসান জোরপূর্বক ঘরে ঢুকে ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করে হাসান। এ সময় ছাত্রীর চিৎকারে বাড়ির অন্য লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় হাসান দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত শুক্রবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে হাসানের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করেছে।
গত শুক্রবার রাতেই পুলিশ হাসান মিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার সকালে তাকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। অপরদিকে শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষা করানোর জন্য আজ শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে থানায় হাসান মিয়া নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। ধর্ষনের শিকার হওয়া ওই শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবান বন্দি নেওয়া হবে।