ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে “মুজিব’স বাংলাদেশ: পল্লী উন্নয়নে গ্রামীণ পর্যটনের ভূমিকা” শীর্ষক সেমিনার
Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM
‘গ্রামীণ কর্মসংস্থানের
সুযোগ সৃষ্টি করবে’
গতকাল ১৭ আগস্ট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় “মুজিব’স বাংলাদেশ: পল্লী উন্নয়নে গ্রামীণ পর্যটনের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, পল্লীর দারিদ্র্য বিমোচনে গ্রামীণ পর্যটন সহায়ক ভূমিকা রাখবে এবং গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পে পল্লী পর্যটন নতুন মাত্রা যোগ করবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বার্ড মহাপরিচালক মোঃ শাহজাহান। পর্যটন শিল্প ও গ্রামীণ পর্যটন উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যক্রমের উপর বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
সেমিনার সম্পর্কে সূচনা বক্তব্য প্রদান করেন সেমিনার ও বার্ড পরিচালক (প্রশাসন) মিলন কান্তি ভট্টাচার্য্য।
মূল প্রবন্ধের উপর নির্ধারিত আলোচনা করেন বার্ড পরিচালক (প্রশিক্ষণ)আবদুল্লাহ আল মামুন।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উপপরিচালক জোনায়েদ রহিম এবং বার্ড সহকারী পরিচালক আবদুল্লা-আল-মামুন। সেমিনারে বার্ডের অনুষদবর্গ, জেলা প্রশাসনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি, উপজাতি প্রতিনিধি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় পার্কের প্রতিনিধিসহ মোট ৮০ জন অংশগ্রহণ করেন।