ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ক্ষমতায় থেকে বোমাবাজদের অভয়ারণ্য বানাতে চেয়েছিল বিএনপি’
Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীমের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচীতে দেবিদ্বার  উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতারাও অংশ নেন।
গতকাল বুধবার বিকাল ৪ টায় উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি সদর এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে নিউ মার্কেট স্বাধীনতা চত্ত্বরে যেয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি বোমা হামলাকারীদের পূর্ণ সহায়তা করেছেন বলে সমাবেশে অভিযোগ করেছেন বক্তারা। বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের পরিকল্পিত গ্রেনেড হামলা, ৭৫ এর ১৫ আগস্ট ও  ২০০৫ এর ১৭ আগস্ট এক সূত্রেই গাঁথা। সে দিনগুলোতে বিএনপি জামায়াতের তাণ্ডবলীলা দেখেছে পুরো বিশ্ব। যা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কেউই কল্পনা করতে পারেনি। ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় ছিল সেদিন। ক্ষমতায় থেকে বোমাবাজদের অভয়ারণ্য বানিয়ে ছিল তাঁরা। আদালতে বোমা, রাস্তায় বোমা, বাসে বোমা,  ট্রেনে বোমা, মিটিংয়ে বোমা, সমাবেশে বোমা হামলায় ক্ষত-বিক্ষত জাতি। শত শত স্বজন হারানো মানুষের নিরূপায় আহাজারি ও কোটি কোটি মানুষের আতঙ্ক মিশ্রিত দিনাতিপাত-বাংলাদেশে জঙ্গি-উত্থানলগ্নের সার্বিক চিত্র ছিল সে সময়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, পৌর যুবলীগের সভাপতি কামরুল খালেদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা আবু কাউছার অনিক, মো. ইকবাল হোসেন রুবেল, তরিকুল ইসলাম সুমন, মো. আবদুল কাইয়ুম, মাসুম রানা ওমানী, আলী আজম সজল, আনোয়ার পারভেজ খান, শামীম, ছাত্রলীগ নেতা মো. বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন বাপ্পু, রাতুল রহমান আশিক, শুভ আহমেদ, নুরু উদ্দিন, সাব্বির আহমেদ পলাশ, নাজমুল হাসান, আমির হোসেন, প্রণব চন্দ্র দাস প্রমুখ।