ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং রাজাপুর ইউনিয়নের চড়ানলে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা
Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM, Update: 18.08.2022 1:31:02 AM
বুড়িচং রাজাপুর ইউনিয়নের চড়ানলে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনানিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গত ১৫ আগষ্ট সোমবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উদযাপন ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চড়ানল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল দোকানে এবং তাবারক বিতরণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রিহ্যাবের পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার আল আমিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মাষ্টার, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুব লীগ নেতা হাজী মোঃ বিল্লাল হোসেন, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান,  সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল ও ইউপি আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড.শামীম খান,  বুড়িচং উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নোয়াব মিয়া মাষ্টার, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহান নগর জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম বাবুল, ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা, গাজী আবুল বাশার। আরও বক্তব্য রাখেন আবদুর রউফ খান(শাহীন )মেম্বার, মুক্তিযাদ্ধা আব্দুল জলিল ,হারুন অর রশিদ মেম্বার, শাখাওয়াত হোসেন সবুজ, জাহাঙ্গীর হোসেন, কাজী নাসির উদ্দীন ,সাইফুল ইসলাম সহ প্রমুখ।এসময় এলাকার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।