Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM, Update: 18.08.2022 1:31:09 AM
কুমিল্লা
নগরীর মনোহরপুর সোনালী ব্যাংক সংলগ্নে সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের নীচ
তলায় মানসম্মত ও রুচিশীল পোশাকের সমাহার নিয়ে বর্ধিত পরিসরে মিথিলা ফ্যাশন
হাউজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফ্যাশন হাউজের উদ্বোধন করেন কুমিল্লা
সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন
সাদী।
উদ্বোধনের পর হাবিবুর আল আমিন সাদী ফ্যাশন হাউজটি ঘুরে দেখে বলেন-
‘মিথিলা ফ্যাশন হাউজ' মানসম্মত ও স্বনামধন্য ব্রান্ড আইটেমের চমৎকার
কালেকশানে সাজিয়েছে৷ আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি।’
এসময়
ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুম মিয়া, মিজানুর রহমান, মোঃ ছোটন, ব্যবসায়ী
শরিফ উদ্দিন, জীবন বোস, আল আমিন মিঠু, রুহুল আমিন, শাহালম, মো ভুলু মিয়া
প্রমুখ।
মিথলা ফ্যাশন হাউজের ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি কামনা করে
মুনাজাত পরিচালনা করেন বখশীয়া দরবার শরীফের ইমাম ও খতিব মাওলানা আবদুল
মান্নান।
মিথলা ফ্যাশন হাউজ’-এর কর্ণধার মো. সুলতান ও পরিচালক তাছিন
আহমেদ বলেন, তৈরি পোশাকের রকমারি কালেকশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান “মিথিলা
ফ্যাশন হাউজ’। মানুষের চাহিদার রুচিসম্মত সেরা কালেকশনটি পৌঁছে দেওয়ার
চেষ্টা নিয়ে প্রতিষ্ঠানটি সবসময় সকলের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে।’ শুভ
উদ্বোধন উপলক্ষে ক্রেতারা ৫ দিন ৩০% পর্যন্ত বিভিন্ন বস্ত্রে ছাড় পাবেন।