Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM, Update: 18.08.2022 1:31:17 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার
দাউদকান্দিতে শান্তা বেগম (২২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার সকালে উপজেলার চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ শান্তা
বেগম উপজেলার জিংলাতলী ইউনিয়নের চান্দেরচর গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে
হোসেন মিয়ার স্ত্রী এবং গৌরীপুর ইউনিয়নের রামনগর গ্রামের তাহেরুল ইসলামের
মেয়ে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর রাজিব কুমার সাহা
জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।
আত্মহত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।