ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম হতো না: এমপি হাসেম খান
Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM, Update: 18.08.2022 1:32:37 AM
বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম হতো না: এমপি হাসেম খানইসমাইল নয়ন।। "বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। পরাধীনতার শৃঙ্খল ভাঙবার যুদ্ধে সেদিন বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযোদ্ধারা নয় মাস টানা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছি। বাঙালি জাতির স্বাধীনতা অর্জিত হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্ব ও অনড় দিকনির্দেশনায়। বাঙালির স্বাধীনতার স্থপতি জাতির পিতা, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির আত্মার আত্মীয় হয়ে বাঙালির হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল।" কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ কর্তৃক আয়োজিত কলেজ মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মু্ক্িতযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এসব কথা বলেন।
উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আবু জাহের এর সভাপতিত্বে ও উক্ত কলেজের সহকারী অধ্যাপক খলিলুর রহমান শুভ্র 'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর বড় ছেলে আবু ছাইব বাপ্পি, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। স্বাগত বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম।
 উপস্থিত ছিলেন বীর বিক্রম আবদুল বারী,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাজী ইস্রাফিল ভূইয়া, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনির হোসেন চৌধুরী, এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, সাবেক চেয়ারম্যান কাশেদুল ইসলাম বাবু ভূইয়া, যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবু মূসা, মৎস্যজীবী লীগের সদস্য সচিব কামাল হোসেন, মহিলা লীগের আহবায়ক এডভোকেট শামীমা চৌধুরী, সদস্য সচিব তাসলিমা আক্তার, ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, চান্দলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলীফ, সাধারণ সম্পাদক গাজী নাঈম হাছান, ইঞ্জিনিয়ার রাসেল আহম্মেদ, যুবলীগ নেতা নবীর হোসেন, ফরিদ উদ্দিন মেম্বার, বাবুল মেম্বার, কামাল হোসেন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ আল নূর দুর্জয়সহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ, উক্ত কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।