Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM, Update: 18.08.2022 1:31:56 AM
নিজস্ব
প্রতিবেদক: ২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সিরিজ
বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দক্ষিণ জেলা
আওয়ামীলীগ। বুধবার বিকালে কুমিল্লা নগরীর রামঘাটে আওয়ামীলীগ কার্যালয়ের
সামনে এই বিক্ষোভ সমাবেশে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক রেলপথ
মন্ত্রী দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি।
এসময় জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুজিবুল হক
মুজিব এমপি বলেন, বিএনপি একটি স্বৈরাচারী দল। বিএনপি একটি অগণতান্ত্রিক দল।
বিএনপিকে এখন মানুষ আর বিশ^াস করে না। বোমা মারা, মানুষ হত্যা করা, আগুন
দিয়ে সরকারি সম্পদ লুটপাট করা এখন বিএনপির অভ্যাস। ২০০৫ সালে ১৭ আগষ্ট
বিএনপির শাসনামলে কুমিল্লার জেলা আওয়ামীলীগ কার্যালয়েও বোমা হামলা হয়েছিলো।
আল্লাহর রহমতে আমাদের কারো কিছু হয় নি, কারণ আমরা তখন ওখানে ছিলাম না। পরে
কোতয়ালী থানায় জানানো হলেও পুলিশ এসে সেখানে কাউকে পায় নি। এখানে
পরিত্যক্ত বোমা পাওয়া গেলো। এগুলো বিএনপির অপকর্ম। এরা এদেশে আওয়ামীলীগের
কোন অর্জন মানতে চায় না, স্বীকার করে না। পদ্মা সেতু, কর্নফুলি টানেল,
বঙ্গবন্ধু সেতু মানে না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন অর্জন স্বীকার
করে না, শুধু অপপ্রচার করে। বিএনপি যে অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার
চেষ্টা করে তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজকে কুমিল্লা দক্ষিণ জেলা
আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক পার্থ
সারথী দত্তসহ অন্যান্যরা। সমাবেশে শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে
একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় আওয়ামীলীগ নেতা কর্মীরা বিএনপি জামাতের যে কোন নৈরাজ্য প্রতিহত করার
শ্লোগান দেন।
সিরিজ বোমা হামলার প্রতিবাদে সংরক্ষিত নারী সংসদ সদস্য
আঞ্জুম সুলতানা সীমার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর নজরুল এভিনিউ
এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ ওমর ফারুক, জেলা শ্রমিকলীগ
আহ্বায়ক মনির হোসেন জান্টু, মহানগর আওয়ামীলীগ নেতা জাকির হোসেনসহ
অন্যান্যরা।
২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে
সংঘটিত দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় পৃথক বিক্ষোভ
মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ
হিসেবে এই বিক্ষোভ করে যুবলীগ নেতাকর্মীরা। সকালে কুমিল্লা মহানগর
আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে
মহানগর যুবলীগ। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ
সম্পাদক আতিক উল্যা খোকন, আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক
চিত্তরঞ্জন ভৌমিক, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,
যুগ্ম আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদীসহ
অন্যান্যরা। কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডের যুবলীগ নেতা কর্মীরা এই
বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা কালো পতাকা প্রদর্শন করে ওই ন্যাক্কারজনক
হামলার প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করে। সিরিজ বোমা হামলার প্রতিবাদে
কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
পরে
দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে পৃথক বিক্ষোভ মিছিল র্যালি
করে দক্ষিণ জেলা যুবলীগ। জেলা যুবলীগ নেতা শাহীনুল ইসলাম শাহীন ও আবদুস
সোবহান সেলিমর নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে। কুমিল্লা মহানগর ও জেলা যুবলীগ ছাড়াও বিভিন্ন উপজেলা
যুবলীগের পক্ষ থেকেও কেন্দ্রিয় এই কর্মসূচি পালন করা। সকাল ১০ টায় এক যোগে
এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে যুবলীগ।