Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM, Update: 18.08.2022 1:32:01 AM
তানভীর দিপু:
সিফাতের
জন্মদিন, এ উপলক্ষ্যে কেক কিনে বাড়ি ফিরছিলো ছুপুয়া ছফরিয়া ফাজিল
মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আর তিন বন্ধু লিমন, সিফাত ও সজীব। তাদের আর
বাড়ি ফেরা হয়নি, সিফাতের জন্মদিনেই মৃত্যুর শোক পালন করতে হচ্ছে তার
পরিবারকে। জন্মদিনের কেক নিয়ে বাড়ি ফেরার পথেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
চৌদ্দগ্রামের ছুপুয়া ইউটার্নে (নালঘর রাস্তার মাথা)অজ্ঞাত গাড়ী চাপায় নিহত
হয় সিএনজি অটোরকিশার যাত্রী এই তিন বন্ধু। কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে পুলিশ
ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক আকন্দ এই তিনজনের মৃত্যুও খবর নিশ্চিত করেন।
নিহত লিমন ছুপুয়া এলাকার মোঃ আবুল হাশেমের ছেলে, দূর্গাপুরের হানিফ মিয়ার
ছেলে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছেলে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া
ফাজিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়,
বুধবার রাত ৯ টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি
অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পরে ছিলো।
ধারনা করা হচ্ছে কোন ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে
ধাক্কা দিলে ওই মাদ্রাসা ছাত্ররা নিহত হয়। ঘাতক গাড়ীটি পালিয়ে যায়।
দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায় নি। নিহতদের মরদেহ উদ্ধার করে
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে নেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি
অটোরিকশাটিকেও ফাঁড়িতে নিয়ে গেছে পুলিশ।