হবিগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
Published : Tuesday, 13 September, 2022 at 12:00 AM
হবিগঞ্জে বিডি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক ভাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে।
রোববার সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক দল সাংবাদিক। বর্বরোচিত এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।