Published : Tuesday, 13 September, 2022 at 12:00 AM, Update: 13.09.2022 12:50:00 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনি
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ জন প্রার্থী। এছাড়া সোমবার পর্যন্ত সদস্য পদে
নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯৫ জন। জেলা পরিষদ নির্বাচনে
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কার্যালয় সূত্রে
এই তথ্য জানা গেছে। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ থেকে মনোনীত
প্রার্থী মফিজুর রহমান বাবলু, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী উত্তর জেলা
আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহুল আমিন এবং দুলাল চৌধুরী নামে এক জন রয়েছে।
সোমবার দুপুর পর্যন্ত মোট ৯৫ জন প্রার্থী সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ
করেছেন। আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র
সংগ্রহের শেষ দিন।
কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,
আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ২ হাজার ৪৯ জন পুরুষ
ভোটার এবং নারী ভোটার ৬২৭ জন। তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫
সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের
বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে
২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক
বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।