ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোকাম ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ে এক আলোচনা সভা
Published : Tuesday, 20 September, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন  ||
সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্নে সুষ্ঠু সুন্দর ভাবে পালন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বুড়িচং শাখার সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ বুড়িচং শাখার সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস, সহ-সভাপতি নারায়ণ চন্দ্র  দাশ।
আরও বক্তব্য রাখেন মোকাম ইউনিয়ন পূজা উদযাপন শাখার সভাপতি গৌতম ভৌমিক, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র  সরকার, মোকাম ইউনিয়ন  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইন্দ্র জিত ভৌমিক, ইউপি সদস্য যথাক্রমে মোঃ জাকির হোসেন, অহিদুর রহমান, আবাদ মিয়া, শাহ আলম, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, নিমসার বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম, ইউনুস মিয়া, মেশারফ পুলিশ। এসময়  বিভিন্ন পর্যায় মণ্ডপের সংশ্লিষ্ট সদস্য, স্থানীয় ইউপি মেম্বার, পূজামণ্ডপের সকল সদস্য এবং দর্শনীয় এবং  এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।