ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাঙ্গলকোটে এনজিও পদক্ষেপ'র ৩২১তম ব্রাঞ্চ অফিস উদ্বোধন
Published : Tuesday, 20 September, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
কুমিল্লার নাঙ্গলকোটে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) 'পদক্ষেপ' এর ৩২১ তম ব্রাঞ্চ অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নাঙ্গলকোট বাজার কৃষি ব্যাংকের সংলগ্ন তৌহিদুর রহমান মজুমদারের বাড়ীর দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে এ ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করা হয়।
নাঙ্গলকোট ব্রাঞ্চের ম্যানেজার মো: আতিকুল ইসলামের  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট কারিগরি কলেজের সহকারী অধ্যাপক সাহানা ফেরদৌস কলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন 'পদক্ষেপ' এর সিনিয়র সহকারী পরিচালক ও রিজোন প্রধান মো: রফিকুল ইসলাম, এন.সি.সি ব্যাংকের ম্যানেজার মো: সাজ্জাদ হোসেন,বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানেজার আবু রহমান, সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার সুসময় চাকমা এবং লাকসাম ব্রাঞ্চের ম্যানেজার মো: কামরুজ্জামান প্রমখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র' ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলায় নিজস্ব সম্পদ নিয়ে যাত্রা শুরু করে। বেসরকারি এই উন্নয়ন সংস্থাটির লক্ষ্য হচ্ছে গ্রামীণ ও শহরাঞ্চলের সুবিধাবঞ্চিত এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের বিশেষ করে নারী ও শিশুদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা। যাবতীয় বাধা-বিপত্তি অতিক্রম করে সারা দেশে সফলভাবে কাজ করার মধ্য দিয়ে ইতোমধ্যে এটি একটি জাতীয় এনজিও হিসেবে বিবেচিত হয়েছে। দীর্ঘ ৩৫ বছর যাবৎ এনজিও'টি বিভিন্ন এলাকায় তথা হাওড়, বাওড়, পাহাড়ি অঞ্চল, চর ও উপকূলীয় অঞ্চলেও যাবতীয় সেবামূলক কার্যক্রম সম্প্রসারিত করেছে।
উল্লেখ্য, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ঋণ সেবা, সঞ্চয় সেবা, রেমিট্যান্স সেবা, কৃষি সেবা, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম সহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।