কুমিল্লায় ১১৫ বোতল ফেন্সিডিল , ৯ বোতল বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ৮ অক্টোবর শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো-কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দূর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ সোহরাব হোসেন শরীফ (৩০)।
র্যাব জানায়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিয়ারসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।