ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আচরণবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান
রণবীর ঘোষ কিংকর
Published : Wednesday, 6 January, 2021 at 1:31 PM
আচরণবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযানকুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি নিশ্চিত করে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. জিয়াউর রহমান।
অভিযান পরিচালনা কালে এক মেয়ের প্রার্থীর একাধিক রঙ্গিন প্রতীক সরিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। যানবাহনে পোস্টার সাঁটানোর অভিযোগ ৪ প্রার্থীকে প্রথম বারের মত সতর্ক করা হয়েছে। এছাড়া এক কাউন্সিলর প্রার্থীর অফিস কক্ষে রঙ্গিন পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে।
চান্দিনা পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব জানান- ভ্রাম্যমান আদালতের প্রথম দিনের অভিযানে প্রার্থীদের সতর্ক করা হয়েছে এবং আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য আবারও নির্দেশ প্রদান করা হয়েছে। পরবর্তী অভিযানে আইনগত ব্যব¯’া গ্রহণ করবে ভ্রাম্যমান আদালত।