ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশের বাজারে কেনিয়ার কেরিচো গোল্ড টি
Published : Wednesday, 6 January, 2021 at 1:57 PM
দেশের বাজারে কেনিয়ার কেরিচো গোল্ড টিপ্রায় ৪৫ ধরনের প্রিমিয়াম টি দেশের বাজারে নিয়ে আসছে আমদানিকারক প্রতিষ্ঠান টিআর ট্রেড। কেরিচো গোল্ডের সব ধরনের চা পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ই-কর্মাস ‘লিভহেলদিবিডি ডটকম’ (www.livehealthybd.com) সাইটে। 
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা টিআর ট্রেড আমদানি করছে। প্রিমিয়াম কোয়ালিটির এই চাগুলো বাজারে পাওয়া যাবে। প্রথমদিকে সুপারশপ ও প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইটে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতেও পাওয়া যাবে।টি আর ট্রেড এবং লিভহেলদিবিডি ডটকমের সিইও মো. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, ‘আমদানি করা এই চায়ের মধ্যে কেরিচো গোল্ডের প্রায় ৪৫টি ফ্লেভারের চা থাকবে যা চা প্রেমীদের মাঝে একটি নতুন মাত্রা যোগ করবে। যেমন- ডেটক্স, নাইট টাইম, মর্নিং টাইম, ইরোস, লাভ টি, হ্যাংওভার টি, স্টবেরি টি, গ্রীন টি, রিফ্রেশিং গ্রীন টি চকলেট টি, ক্যামোমাইল টি, স্লিম টি, নার্সিং টিসহ বিভিন্ন প্রকারের টি।’টিআর ট্রেডের সিস্টার কনসার্ন ই-কমার্স সাইট ‘লিভহেলদিবিডি ডটকম’ এ প্রি-বুকিং দিলেই পাওয়া যাচ্ছে ১০% ছাড়।উল্লেখ্য, কেনিয়ার প্রিমিয়াম চা ব্র্যান্ড কেরিচো গোল্ড ২০০২ সালে যাত্রা শুরু করে। গোল্ড ক্রাউন বেভারেজেস (কে) লিমিটেডের এই ব্র্যান্ডটি কেনিয়ার বৃহত্তম চা রফতানিকারক গ্লোবাল টি অ্যান্ড কমোডিটিস (কে) লিমিটেডের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। কেরিচো গোল্ড লুজ লিফ, স্ট্রিং, ট্যাগ, এনভেলপড এবং ট্যাগলেস রাউন্ড টি-ব্যাগ বাজারজাত করে। এ ছাড়াও ব্লেন্ডের মধ্যে ব্ল্যাক টিজ, গ্রিন টিজ, ফ্রুট এবং হার্ব ইনফিউশন উল্লেখযোগ্য। তাদের অন্য পণ্যগুলো হলো- ব্ল্যাক, স্পেশাল, হেলথ ও ওয়েলনেস, অ্যাটিটিউড এবং লাক্সারি পিরামিড টি।