ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাপানের সেরা সুমো কুস্তিগীর করোনায় আক্রান্ত
Published : Wednesday, 6 January, 2021 at 2:26 PM
জাপানের সেরা সুমো কুস্তিগীর করোনায় আক্রান্ত আগামী ১০ জানুয়ারি জাপানে নতুন বছরের সুমো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর পাঁচদিনে আগেই দেশটির সেরা সুমো কুস্তিগীর হাকুহো প্রাণঘাতী করোনায় আক্রান্ত হলেন। 
বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঝুঁকি এড়াতে চিকিৎসকের পরমার্শ অনুসরণ করে চলছেন তিনি। তার সংস্পর্শে আসা মিয়াগিনো স্ট্যাবলের অন্য সুমো কুস্তিগীরদেরও করোনা পরীক্ষা করা হবে। গত ৫ জানুয়ারি জাপানের সুমো অ্যাসোসিয়েশনের (জেএসএ) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।  জেএসএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গোলীয় বংশোদ্ভূত হাকুহো দেশটিতে সবচেয়ে বেশিদিন শীর্ষস্থানে থাকা সুমো তারকা। সম্প্রতি তিনি গন্ধের অনুভূতি হারিয়ে ফেলেন। এরপর করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। তিনি এখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। এদিকে প্রতিযোগিতার ৫দিন আগে সুমোর ঘাঁটিতে করোনার হানা দেয়ার খবরে দুশ্চিন্তায় পড়েছে জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ)।  তবে এ কারণে প্রতিযোগিতা বাতিল করা হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি তারা।
গত মে মাসে করোনায় আক্রান্ত হয়ে শারীরিক অন্যান্য জটিলতায় মারা যান দেশটির ২৮ বছরের সুমো শোবুশি। প্রসঙ্গত, জাপানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ২৪৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৬৯৩ জনের। এ অবস্থায় টোকিওতে জরুরি অবস্থা জারি নিয়ে আজ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা।