সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম ও সামাজিক নেটওয়ার্ক টিকটকের ভিডিও
ক্লিপ বানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মহিউল ও ফায়েল নামে দুই তরুণ মারাত্মকভাবে
আহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় এ ঘটনা ঘটে।
আহতদের প্রতিবেশি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে দাগনভূঞা
উপজেলার সেকান্দর পুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মহিউল ও সিন্দুরপুর
এলাকার আবদুল মালেকের ছেলে ফায়েল সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম ও সামাজিক
নেটওয়ার্ক টিকটকের ভিডিও নিয়ে কাজ করছেন। মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার
পাঁচগাছিয়া এলাকায় তারা টিকটক ভিডিও বানানোর জন্য একটি মোটরসাইকেলে দ্রুত
গতিতে যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে
সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়ে যান। পরে তাদের
উদ্ধার করে স্থানীয়রা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনতু চক্রবর্তী জানান,
গুরুতর জখম অবস্থায় মহিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। আহত ফায়েলকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ টিকটক ভিডিও বানাতে গিয়ে দুই যুবক আহত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।